নিচের ড্রপডাউন থেকে লেখকের নাম নির্বাচন করুনঃ
হুমায়ূন আহমেদের বই পেতে নিচে বইয়ের নাম নির্বাচন করে ডাউনলোড বাটনে ক্লিক করুন।
হুমায়ূন
আহমেদ (১৩ নভেম্বর, ১৯৪৮ — ১৯ জুলাই, ২০১২) বিংশ শতাব্দীর বাঙালি জনপ্রিয় কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। তাঁকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী শ্রেষ্ঠ লেখক গণ্য করা হয়। তিনি
একাধারেঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার। বলা হয় আধুনিক বাংলা
কল্পবিজ্ঞান সাহিত্যের তিনি পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও তিনি
সমাদৃত। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই শতাধিক। বাংলা কথাসাহিত্যে তিনি
সংলাপপ্রধান নতুন শৈলীর জনক। তাঁর বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনূদিত
হয়েছে, বেশ কিছু গ্রন্থ স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের
পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত। সত্তর দশকের শেষভাগে থেকে শুরু করে মৃত্যু অবধি তিনি
ছিলেন বাংলা গল্প-উপন্যাসের অপ্রতিদ্বন্দ্বী কারিগর। এই কালপর্বে তাঁর
গল্প-উপন্যাসের জনপ্রিয়তা ছিল তুলনারহিত। তাঁর সৃষ্ট হিমু ও মিসির আলি চরিত্রগুলি বাংলাদেশের যুবকশ্রেণীকে গভীরভাবে
উদ্বেলিত করেছে। তাঁর নির্মিত চলচ্চিত্রসমূহ পেয়েছে অসামান্য দর্শকপ্রিয়তা। তবে
তাঁর টেলিভিশন নাটকগুলি ছিল সর্বাধিক জনপ্রিয়। সংখ্যায় বেশী না হলেও তাঁর রচিত
গানগুলিো সবিশেষ জনপ্রিয়তা লাভ করে। তাঁর অন্যতম উপন্যাস হলো নন্দিত নরকে, মধ্যাহ্ন, জোছনা ও জননীর গল্প, মাতাল হাওয়া ইত্যাদি। তাঁর নির্মিত কয়েকটি চলচ্চিত্র হলো দুই দুয়ারী, শ্রাবণ মেঘের দিন, ঘেঁটুপুত্র কমলা ইত্যাদি।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক হিসাবে দীর্ঘকাল কর্মরত
ছিলেন।[৩] লেখালিখি এবং চলচ্চিত্র নির্মাণের স্বার্থে তিনি
অধ্যাপনা ছেড়ে দেন। ১৯৭১ খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানী
সেনাবাহিনী তাঁকে আটক করে এবং নির্যাতনের পর হত্যার জন্য গুলি চালায়। তিনি
অলৌকিকভাবে বেঁচে যান।
হুমায়ূন আহমেদ
|
|
৬৩তম জন্মদিনে নিজের ঘরে হুমায়ূন আহমেদ
|
|
জন্ম
|
১৩ নভেম্বর ১৯৪৮
কুতুবপুর গ্রাম, কেন্দুয়া, নেত্রকোনা জেলা, পূর্ব পাকিস্তান (এখন বাংলাদেশ) |
মৃত্যু
|
১৯ জুলাই ২০১২ (৬৩ বছর)
নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র |
জীবিকা
|
লেখক, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার
|
জাতীয়তা
|
|
জাতি
|
বাঙালি
|
শিক্ষা
|
ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ
ডাকোটা স্টেট ইউনিভার্সিটি (পিএইচডি)
|
শিক্ষা প্রতিষ্ঠান
|
ঢাকা বিশ্ববিদ্যালয়
|
সময়কাল
|
১৯৭২-২০১২
|
ধরন
|
উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, জীবনী, কলাম, গান
|
উল্লেখযোগ্য রচনাসমূহ
|
জোছনা ও জননীর গল্প, নন্দিত
নরকে,শঙ্খনীল কারাগার, দেয়াল, মধ্যাহ্ন
|
উল্লেখযোগ্য পুরস্কার
|
বাংলা একাডেমী পদক
একুশে পদক |
দম্পতি
|
গুলতেকিন আহমেদ (১৯৭৩-২০০৩)
মেহের আফরোজ শাওন (২০০৫-২০১২) |
সন্তান
|
নোভা, শিলা, বিপাশা, নুহাশ, নিষাদ, নিনিত
|
আত্মীয়
|
মুহম্মদ জাফর ইকবাল (ভাই)
আহসান হাবীব (ভাই) সুফিয়া হায়দার (বোন) মমতাজ শহিদ (বোন) রোকসানা আহমেদ (বোন) |
|
|
স্বাক্ষর
|
|
তথ্যসূত্রঃ Wikipedia.org